বিগত দিনে ভিন্নমতের সাংবাদিকরা ছিল বঞ্চিত: এম আবদুল্লাহ

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২ আপডেট: : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬
বুধবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিগত দিনে ভিন্ন মতের সাংবাদিকরা ছিলো বঞ্চিত, একটি দলের মতালম্বীরা ১৬ বছর সুবিধা নিয়েছেন এ কথা বলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।

কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ  আরো বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে পটপরিবর্তনের আগে পর্যন্ত প্রায় ৬ হাজার ২০০ সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে ৪৮কোটি টাকা দেওয়া হয়েছে। এরমধ্যে ভিন্ন মতের সাংবাদিকদের সংখ্যা অন্তত ২০জন। বেশি জোর হলে এর সংখ্যা ৫০হবে। ভিন্ন মত বলতে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো জাতীয়তাবাদী ও ইসলামপন্থি যারা পরিবর্তনের পর এখন একটু ভালো সময়ে আছেন। নয়াদিগন্ত একটি প্রথম সারির পত্রিকা, সেখান থেকে আমার খুঁজে পেয়েছি ৬ হাজারের মধ্যে মাত্র ১ জন। বিগত সময়ে সহায়তার ক্ষেত্রে এ দৃষ্টিভঙ্গি পোষন করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জেলার সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সেলিম উদ্দিন নিজামী,সাইফুল ইসলাম স্বপন ও  তৌহিদুর রহমান রেজা প্রমুখ।

জেলায় কর্মরত ২৩জন ও ফেনী জেলার ১জন সাংবাদিককে অনুদানের চেক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০