বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৬
বেরোবিতে গবেষণা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি : বাসস

রংপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে শিক্ষকদের গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন রিসার্চ ম্যাথডোলজিস ফর ফ্যাকাল্টি’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালার উদ্বোধন হয় বুধবার সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেবল পাঠদানেই সীমাবদ্ধ না থেকে জ্ঞানচর্চা, নতুন আবিষ্কার ও উদ্ভাবনী শক্তি বিকাশে মনোনিবেশ করবেন। গবেষণার মান যত উন্নত হবে, ততই দেশের শিক্ষাব্যবস্থা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থানও বৈশ্বিক পরিমণ্ডলে শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য বলেন, ‘একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদান নয়; বরং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। এ কর্মশালা থেকে শিক্ষকরা গবেষণার বিভিন্ন পদ্ধতি, নীতি এবং কৌশল সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন, যা শিক্ষার্থীদের মধ্যেও প্রতিফলিত হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া। তিনি গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, গবেষণার বিভিন্ন পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণালব্ধ ফলাফলকে নীতি প্রণয়নে কাজে লাগানোর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ ও ড. মো. আব্দুর রকিব। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দুই দিনব্যাপী এই কর্মশালা শেষে শিক্ষকরা গবেষণা কার্যক্রমে পদ্ধতিগত উৎকর্ষ সাধনে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০