সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
ছবি: বাসস

সাতক্ষীরা, ১০ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস) : জেলায় আজ সিভিল সার্জন অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রওশনারা জামান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেদী হাসান প্রমুখ। 

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টর-এর মাধ্যমে অ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য টাইফয়েডের টিকাদান বিষয়ে উপস্থাপন করেন ডা. রাশেদ উদ্দিন মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। 

সভায় বিভিন্ন দপ্তরের প্রধানরা, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫ লাখ ৫ হাজার শিশু-কিশোরকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০