দিনাজপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ট্রাকসহ ২০ কেজি গাজা এবং দু'জন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার বিকালে দিনাজপুর সদর কোতয়ালী থানার ওসি পরিদর্শক মো. নুরুজ্জামান মিয়া বলেন, আজ বিকাল ৪ টায় দিনাজপুর র্যাব ক্যাম্পের অভিযানে গ্রেফতারকৃত দু'জন মাদক কারবারিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত দু'জন আসামি হলো, ট্রাক চালক কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামের মো. জান্টু মিয়ার ছেলে মো. বাদল হোসেন (৩২), অপরজন ট্রাকে থাকা আরোহী একই জেলার বুড়িচং উপজেলার পুর্নমতি গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. স্বপন মিয়া (৩৫)।
তিনি আরও জানান, আজ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার ভোর রাতে জেলার সদর উপজেলার মোহনপুর ব্রীজের টোল প্লাজার সামনে মহাসড়কে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে অভিনব কায়দায় নিয়ে আসা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে গাঁজা পরিবহন ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাজাঁর মূল্য ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্রটি জানায়, গ্রেফতারকৃত দু'জনকে র্যাব সদস্যদের পক্ষ হতে জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা গাজা কারবারি নেটওয়ার্কের বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
এব্যপারে র্যাবে কর্মরত পরিদর্শক মো. বিল্লাল হোসেন বাদী হয়ে বুধবার বিকালে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন।