হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭

হবিগঞ্জ, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুর ২টার দিকে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজ্ঞাতে  ওই শিশুরা পুকুরের পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ টের পাননি। কিছু সময় পরে এলাকার এক মহিলা পুকুরের পানিতে শিশু অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে গ্রামবাসী এগিয়ে এসে পুকুর থেকে তিন শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। তিন শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০