বিপসট ও বাউবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
বিপসট ও বাউবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি। ছবি: বাসস

গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও বৃত্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

আজ গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিপসটের উদ্যোগে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতি. দা.) অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিপসটের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুল ইসলাম খান, বীর প্রতীক। 

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সহযোগী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম, যুগ্ম-পরিচালক ড. মো. শওকত আলী প্রমুখ।

উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিপসটের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও প্রশিক্ষণার্থীরা সমানভাবে উপকৃত হবে।

অন্যদিকে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মশিহুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন কর্নেল কাজী নাদির হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০