বিপসট ও বাউবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

বাসস
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
বিপসট ও বাউবি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি। ছবি: বাসস

গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ইনস্টিটিউট অব পিচ সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও বৃত্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

আজ গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বিপসটের উদ্যোগে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতি. দা.) অধ্যাপক মো. আনিছুর রহমান এবং বিপসটের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুল ইসলাম খান, বীর প্রতীক। 

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সহযোগী অধ্যাপক ড. মো. আদনান আরিফ সালিম, যুগ্ম-পরিচালক ড. মো. শওকত আলী প্রমুখ।

উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিপসটের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে। এর ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও প্রশিক্ষণার্থীরা সমানভাবে উপকৃত হবে।

অন্যদিকে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মশিহুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন কর্নেল কাজী নাদির হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. মুরাদ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০