বাগেরহাটে ৩টি আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ আপডেট: : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭

‎বাগেরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে ভোটারের চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪৫ হাজার ৯৬৩ জন।

বুধবার বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো:অলিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে চুড়ান্ত খসড়া ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন।

আরও বলা হয়, বাগেরহাট ৯ উপজেলার ৩ আসনে বাগেরহাট, মোংলা পোর্ট, মোড়েলগঞ্জ পৌরসভা রয়েছে। ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ সময় এবং ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চুড়ান্তকরণ করা হবে। 

অলিউল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর নির্বাচন। ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো উপযোগী করে তোলা হচ্ছে। নির্বাচন পরিচালনায় পুলিং এজেন্ট বিতর্কিত লোক ব্যতিরেকে বাছাইপর্ব শুরু হয়েছে এবং তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের জেসিসহ ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে নারী আম্পায়ার
রাজশাহীতে খোলা ভোজ্যতেল ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা
হিজবুল্লাহ-সম্পৃক্ত সেল ধ্বংস করেছে সিরিয়া : মন্ত্রণালয়
অভিবাসন সহযোগিতায় বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে ইইউ 
সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ সংসদ : সালাহউদ্দিন
বিআইডব্লিউটিএ’র দুই কর্মকর্তার উৎকোচ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি গঠন 
নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন
ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভীতি নয়, সচেতনতা তৈরি করতে হবে : চসিক মেয়র 
লিগ্যাল এইডের মাধ্যমে শ্রমিকদের ৬ কোটি ৬৯ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়
দুর্গাপূজা সামনে রেখে খুলনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা
১০