বাগেরহাটে ৩টি আসনে ভোটার বেড়েছে ৪৬ হাজার

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ আপডেট: : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭

‎বাগেরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে ভোটারের চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪৫ হাজার ৯৬৩ জন।

বুধবার বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো:অলিউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাগেরহাটে ৩টি সংসদীয় আসনে চুড়ান্ত খসড়া ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৩ হাজার ৬২৭ জন এবং মহিলা ভোটার ৬ লাখ ৭১ হাজার ৬৩৩ জন।

আরও বলা হয়, বাগেরহাট ৯ উপজেলার ৩ আসনে বাগেরহাট, মোংলা পোর্ট, মোড়েলগঞ্জ পৌরসভা রয়েছে। ২৫ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। ১২ অক্টোবর প্রাপ্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির শেষ সময় এবং ২০ অক্টোবর খসড়া ভোটকেন্দ্রের তালিকা চুড়ান্তকরণ করা হবে। 

অলিউল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সুন্দর নির্বাচন। ঝুকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো উপযোগী করে তোলা হচ্ছে। নির্বাচন পরিচালনায় পুলিং এজেন্ট বিতর্কিত লোক ব্যতিরেকে বাছাইপর্ব শুরু হয়েছে এবং তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
ময়মনসিংহের গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের পরিপত্র স্থগিত করলেন হাইকোর্ট
অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলার
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
১০