ঝালকাঠিতে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক সম্মেলন

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮
বৃহস্পতিবার ঝালকাঠিতে নারীপক্ষের উদ্যোগে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঝালকাঠি, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন। 

নারীপক্ষের উদ্যোগে ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মেলনে অংশ নেন চার উপজেলার তরুণ-তরুণীরা।

আজ সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া দিনব্যাপী সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন নারী পক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। 

প্রথম পর্বে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র। এতে প্রকল্পের আওতাভুক্ত ৮ জেলার তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য সুমি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি আল-আমিন তালুকদার, প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে।

স্থানীয় সহযোগী সংগঠনের নির্বাহী পরিচালক সৈয়দ হোসেন আহম্মেদ কামাল নারীপক্ষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে জেলার কিশোর-কিশোরীরা তরুণদের অর্জন ও উদ্যোগ নিয়ে উপস্থাপনা করে।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরী।

পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিকনির্দেশনা পাবে না।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন।

নারীপক্ষ জানায়, অধিকার এখানে, এখানেই প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের কণ্ঠস্বর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সম্মেলনে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
আইডিআরএ-এর সাবেক চেয়ারম্যান মোশারফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জাতীয় ফুটবল টিমকে অভিনন্দন জামায়াত সেক্রেটারির
ভারতের বিপক্ষে জয়লাভ করায় ফুটবলারদের তারেক রহমানের অভিনন্দন
১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ইসি
তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন
বিশ্বের ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলারের ঘাটতি রয়েছে : জাতিসংঘ 
১০