নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় এ বছর ৩৬৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম কাজ করবে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ।
সভায় আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদ্যাপনের লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় প্রত্যেক মন্ডপে শান্তি-শৃংখলা সমুন্নত রাখতে মন্ডপের নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ, পুলিশ ও আনসার বাহিনী সহযোগে নিরাপত্তা নিশ্চিত করা, সম্ভব হলে প্রত্যেক মন্ডপে সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ এবং ভ্রাম্যমান পর্যবেক্ষণ টিম কাজ করবে।