আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২২:১৮
ছবি : বাসস

পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৃষ্টির জন্য আকাশে মেঘের বীজ বপন কার্যক্রম শুরু করেছে ইরান
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের
ইথিওপিয়ায় মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব: আফ্রিকা সিডিসি
খুলনাঞ্চলে আমন মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা
আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন : জেলেনস্কি
প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা
বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জামায়াতের
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলোচনা
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন : তারেক রহমান
১০