দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০
আজ দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা । ছবি : বাসস

দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে স্পীড  ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন  করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পযন্ত সদর উপজেলার নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মশালা সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত করা হয়।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় গবেষণা অনু-বিভাগের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

কর্মশালায় তিনি তার বক্তব্যে বলেন,দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নতুন উদ্ভাবন করা স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের চাষ দেশের কৃষকদের মাঝে চাষ যোগ্য হিসাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই নতুন উদ্ভাবন করা গম চাষে কৃষকেরা অধিক ফলন অর্জিত করতে পারবেন। বিগত সময়ে গম চাষে ফলন কম ও পরিশ্রম বেশি এই ধারনায় কৃষকেরা গম চাষে আগ্রহ ছিল না।কিন্তু এখন এই নতুন উদ্ভাবন করা গম চাষে কৃষকেরা অধিক ফলন অর্জিত করতে পারবেন।বিষয়টি কৃষকদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে গম চাষ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জানান।

অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুর এর মহা-পরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে নতুন উদ্ভাবন করা গমের সফলতার বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. আব্দুল হাকিম। 

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, বিডাব্লিউএমআরআই এর পরিচালক ড. মো. মাহফুজ রাজ্জাক। সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী এবং ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন। 

কর্মশালা শুরুর পূর্বে অত্র প্রতিষ্ঠানে বীজ সংরক্ষণাগারে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি এবং দিনাজপুরে তৈরি বিভিন্ন খাদ্যপন্য পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেতু কর্তৃপক্ষ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষর  
পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু
বগুড়ার দুই ম্যাচ রাজশাহীতে স্থানান্তরিত
এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে হারিয়ে ঢাকা মেট্রোর শুভ সূচনা
সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ
নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি 
সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত
গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ
জাকসু ও হল সংসদে নব-নির্বাচিতদের জাবি উপাচার্যের অভিনন্দন
আন্তঃবাহিনী সাঁতার, ওয়াটারপোলো ও ডাইভিং প্রতিযোগিতা শুরু
১০