ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার 

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২
আজ রোববার ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ শীর্ষক সেমিনার । ছবি : বাসস

ভোলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১২ টায় ভোলা সরকারি মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন।

এসময় শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষন করে প্রবন্ধ উপস্থাপন করেন, কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান।

সমাজকর্ম বিভাগের প্রধান ফাতেমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তারা বলেন, বর্তমানেও শিক্ষা ক্ষেত্রে ২শ' বছরের পুরনো পদ্ধতি চলছে। তাই শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হতে। একজন শিক্ষক তার শ্রেণি কক্ষে পাঠদান দিতে হবে এমনভাবে, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য দেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০