ভোলা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২ টায় ভোলা সরকারি মহিলা কলেজের হলরুমে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্য দেন, ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দীন।
এসময় শিক্ষায় আধুনিকীকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষন করে প্রবন্ধ উপস্থাপন করেন, কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মান্নান।
সমাজকর্ম বিভাগের প্রধান ফাতেমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তারা বলেন, বর্তমানেও শিক্ষা ক্ষেত্রে ২শ' বছরের পুরনো পদ্ধতি চলছে। তাই শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হতে। একজন শিক্ষক তার শ্রেণি কক্ষে পাঠদান দিতে হবে এমনভাবে, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ বক্তব্য দেন।