বগুড়ায় দু’টি খাবারের হোটেলকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪
বগুড়ায় দু’টি খাবারের হোটেলকে জরিমানা। ছবি : বাসস

বগুড়া, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে দু’টি হোটেলকে মোট একলাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের বউবাজার এলাকায় এ অভিযানকালে এ জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল উপস্থিত ছিলেন।   

জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ‘সুজনের ভর্তা হোটেল’ ও ‘ভর্তা হোটেল’ এর রান্নাঘর ও ভর্তা তৈরির স্থান নোংরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। রেফ্রিজারটেরে মেয়াদোত্তীর্ণ খাবার রাখা, নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার ও ভর্তা তৈরির জায়গায় তেলাপোকা পাওয়া যায়। এছাড়া, বাণিজ্যিক কাজে গৃহস্থালি গ্যাস ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে।এসব অপরাধের দায়ে দুইটি খাবারের হোটেলকে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
১০