‘মীন সন্ধানী’ জাহাজের জরিপ ও গবেষণা কার্যক্রম পরিদর্শন মৎস্য উপদেষ্টার

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩ আপডেট: : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার শনিবার মৎস্য গবেষণা জাহাজ ‘আর ভি মীন সন্ধানী’পরিদর্শন করেন । ছবি : পিআইডি

কক্সবাজার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৎস্য গবেষণা জাহাজ ‘আর ভি মীন সন্ধানী’র চলমান জরিপ ও গবেষণা কার্যক্রম গতকাল ও আজ সকালে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

মৎস্য অধিদফতরের আধুনিক এই জাহাজটি বঙ্গোপসাগরে মৎস্য গবেষণায় নিয়োজিত রয়েছে।

উপদেষ্টা জাহাজে ব্যবহার করা আধুনিক প্রযুক্তি, গবেষণার অগ্রগতি ও সংগৃহীত তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া ঘুরে দেখেন। জাহাজটি সমুদ্রের গভীরতা, তাপমাত্রা, লবণাক্ততা, পানির গুণমান ও জীববৈচিত্র্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে।

পরিদর্শনের অংশ হিসেবে গতকাল বিকেলে কক্সবাজারের ইনানি থেকে ৫ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ডেমারসাল (সমুদ্রতল সংলগ্ন মাছ ও প্রাণীর) সার্ভে এবং রাতে কলাতলী থেকে ১২ নটিক্যাল মাইল গভীরে শ্রিম্প (চিংড়ি) সার্ভে পরিচালিত হয়। এ সময় ট্রলিং কার্যক্রমের মাধ্যমে ২০ প্রজাতির মাছ ও ১০ প্রজাতির চিংড়ি ধরা হয়। ট্রল নেট সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাইয়ের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ ও আর ভি মীন সন্ধানী জাহাজের স্কিপার লে. কমান্ডার শরফুদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ড. মঈন উদ্দিন আহমেদ বিভিন্ন গবেষণা তথ্য উপস্থাপন করেন।

এ পর্যন্ত ‘মীন সন্ধানী’ জাহাজ ৫৪টি গবেষণা অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চল ও গভীরতা থেকে ৪৫৯ প্রজাতির সামুদ্রিক প্রাণী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫৩ প্রজাতির মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, ৩০ প্রজাতির হাঙর ও হাউস, ২৭ প্রজাতির কাঁকড়া, ৩ প্রজাতির লবস্টার, ১৪ প্রজাতির সেফালোপোড এবং ৬ প্রজাতির সামুদ্রিক সাপ।

বর্তমানে জাহাজটি শ্রিম্প সার্ভে (১০-১০০ মিটার), ডেমারসাল সার্ভে (১০-২০০ মিটার) এবং পেলাজিক সার্ভে (১০-২০০ মিটার) কার্যক্রম চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০