বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই পালাতে বাধ্য হয়েছে।

আজ (শনিবার) দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, অনেকেই আজ বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্ত বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। এ দলকে ভাঙার নানান ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোটিই সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে। 

উল্লেখ্য, জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন শুরু হয়।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন শুরু হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

আজকের সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকাশ চারটা থেকে রাত আটটা পর্যন্ত ২,০১০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে শেষ সময়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, ২২৪ টি মন্ডপে এবার দুর্গাপূজা
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৪ : গভর্নর
বিএনপির লক্ষ্য আগামী নির্বাচনে জয়লাভ করা : এ্যানি
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু
নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে : মিনু
কুষ্টিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু 
অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে টগর
তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব
বির্তককে সঙ্গী করে কাল সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান
জার্মানীর বিশ্বকাপ জয়ী সেন্টার-ব্যাক বোয়াটেংয়ের অবসরের ঘোষনা
১০