লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

লালমনিরহাট, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার আদিতমারী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরুত আলী (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার সকালে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সুরুত আলী জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের খারুভাজ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুত আলী প্রতিদিনের মতো শনিবার সকালে নিজের ঘরে অটোরিকশা চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের সুইচ বন্ধ না করে চার্জ থেকে অটোরিকশার সংযোগ খোলার চেষ্টা করলে ঘরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুরুত আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক জাফরুল আযম জুয়াবের সভাপতি নির্বাচিত
চাঁদপুরে শেষ সময়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, ২২৪ টি মন্ডপে এবার দুর্গাপূজা
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ৪ : গভর্নর
বিএনপির লক্ষ্য আগামী নির্বাচনে জয়লাভ করা : এ্যানি
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু
নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে : মিনু
কুষ্টিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু 
অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে টগর
তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব
বির্তককে সঙ্গী করে কাল সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান
১০