আয়কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে মতবিনিময়

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১
জেলার কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কলাপাড়ায় আয়কর প্রদানে করদাতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও সহজ পদ্ধতিসমূহ ব্যবসায়ীদের মাঝে তুলে ধরার জন্য এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ট্যাক্স অ্যান্ড কোম্পানি ‘ল’ অ্যাসোসিয়েটসের উদ্যোগে আজ দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আয়কর আইনজীবী তরুণ কুমার বোসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আইনজীবী মোস্তাফিজুর রহমান ও মো. কামাল উদ্দিন প্রমুখ।  
আলোচকরা জানান, আয় করলেই ট্যাক্স দিতে হয় না। একটা নির্দিষ্ট আয়ের পরে ট্যাক্স দিতে হয়। তবে যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত রিটার্ন দাখিল করতে হবে। এই মতবিনিময় সভায় কলাপাড়া পৌরসভার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

আয়কর আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, সরকারের রাজস্ব আয়ে সহায়তার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে ।  

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারকে যথাযথভাবে আয়কর প্রদান করতে চাই। ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বিল্লাল খান  কাবুল, দেবাশীষ মুখার্জি টিংকু, নাজমুল ইসলাম, মনিরুজ্জামান মিলন, শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ফ্রিল্যান্সার শফিকুল ইসলাম, মো. নুরুজ্জামান  প্রমুখ বক্তব্য রাখেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান
ল্যুভরে চুরি : আরও ২ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন ইউক্রেনের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
১০