কুষ্টিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২ আপডেট: : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪

কুষ্টিয়া, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় একশিশু -সহ দুইজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে বজ্রপাতের এ দু’টি ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শিশু সাইফ হোসেন তোহা (১০) এবং ভারতীয় সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।

এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরও একব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিশু সাইফ হোসেন তোহা। এ সময় হঠাৎ বজ্রপাতে তোহা গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশু তোহাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। জামাত আলীকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন জানান, শনিবার দুপুরে বজ্রপাতে নিহত দু’জনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তাদের দু’জনের মৃত্যু হয়েছে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ শনিবার বজ্রপাতে এক শিশু সহ দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আটটি ম্যাচ অনুষ্ঠিত
১০