রাজশাহী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, নেতৃত্ব দিতে হলে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হতে হবে।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন নেতৃত্বের অধিকারী। তার নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ সক্রিয় ছিল, তেমনি বাংলাদেশেরও ব্যাপক উন্নয়ন হয়েছিল। শহীদ জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা।
মিজানুর রহমান মিনু আজ শনিবার নগরীর রাইফেল ক্লাবে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের রাজশাহী জেলা কমিটির সভাপতি মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুল হক ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
এতে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার।
মিজানুর রহমান মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়ানুরাগী। ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল অনেক।
তিনি বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি আগামী দিনে ভালো ভালো ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজকে মাদক থেকে রক্ষার জন্য কাজ করবে।
মিনু বলেন, বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সকল মানুষকে নির্মম নির্যাতন করেছিল। তার হাত থেকে কেউ রেহাই পায়নি। এখন সে তার ফল ভোগ করছে। ভালো ব্যবহার ও মানুষের পাশে থেকে মন জয় করতে হবে। সমাজ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কখনোই অন্যায় কাজ করবে না ও প্রশ্রয় দেবে না। যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকবে বিএনপিতে তাদের দরকার নেই।
দল ও দেশের স্বার্থে কাজ করার জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী দিনে মানুষের কাছে যেতে হবে। মানুষের পাশে থাকতে হবে। যেভাবে বিগত সময় স্বৈরাচাররা রাজনীতি করে গেছে সেই রাজনীতি আর চলবে না। তাই খুব সাবধান। মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করতে হবে। তাছাড়া দল করা সম্ভব নয়।
অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।