চাঁদপুরে শেষ সময়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা, ২২৪ টি মন্ডপে এবার দুর্গাপূজা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩
চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ছবি: বাসস

\ আবদুস সালাম আজাদ জুয়েল \

চাঁদপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা ব্যাপী চলছে শেষ সময়ের প্রস্তুতি। পূজামন্ডপ গুলোতে রং-তুলি হাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।

এবছর চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় মোট ২২৪ টি মন্ডপে আয়োজন করা হবে শারদীয় দুর্গোৎসব। এরমধ্যে জেলার সদর উপজেলায় ৪২টি, হাইমচর উপজেলায় ৬টি, মতলব উত্তর উপজেলায় ৩৪টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩৪টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯টি, ফরিদগঞ্জ  উপজেলায় ২২টি, শাহরাস্তি উপজেলায় ১৯টি এবং কচুয়া উপজেলায় ৩৮টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। 

জেলা সদরের পূজা মন্ডপগুলোতে সরেজমিন দেখা গেছে, প্রতিমা শিল্পীরা কোথাও প্রতিমা তৈরি করছেন অথবা প্রতিমার অবয়বের উপর শেষবারের মতো হাত লাগাচ্ছেন। আবার কোথাও কোথাও শিল্পীরা প্রতিমায় রং তুলির শেষ আঁচড় দিচ্ছেন। প্রতিমা শিল্পীদের হাতের ছোঁয়ায় চমৎকারভাবে ফুটে উঠেছে দূর্গা প্রতিমাগুলো। এসময় মন্দির ও পূজামন্ডপ গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্ত পূজারিরা ঘুরে ঘুরে দেখছেন সবকিছু। সাথে রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। সিসি টিভিতে মনিটর হচ্ছে সকল ধরনের কাজকর্ম।

শহরের পালপাড়া শিতলা মায়ের মন্দিরের পূজা মন্ডপে প্রতিমা শিল্পী গোবিন্দ পালের সাথে কথা হয়। তিনি জানান, এখানে তারা দু’জন কাজ করছেন। তাদের দলের আরও দু’জন শিল্পী কচুয়ায় কাজ করছে। এর বাইরে সারা জেলায় ১০ থেকে ১৫ দলে ৫০ থেকে ৬০ জন প্রতিমা শিল্পী এ কাজে রয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে শিল্পীরা প্রতিমার কাজ শেষ করে মন্দির কমিটির কাছে বুঝিয়ে দেবেন।

জেলার প্রধান মন্দির শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের পুরোহিত তপন চক্রবর্তীর সাথে কথা হয়। তিনি জানান, এবছর দেবী দুর্গার আগমন হবে গজে ছড়ে আর গমন হবে দোলায় চড়ে। মানে দেবী দূর্গা হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন এবং পালকিতে ছড়ে স্বর্গে গমন করবেন। 

তিনি জানান, আগামিকাল রোববার মহালয়া’র মাধ্যমে শারদীয় উৎসব শুরু হবে। পরে ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টা ১৮ মিনিটে পঞ্চমী দিয়ে শুরু হয়ে ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এ উৎসব শেষ হবে। দুর্গাপূজা উপলক্ষে সবধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবছর দেশের শান্তি ও ভক্ত পূজারীদের মঙ্গল কামনা করে মায়ের আশীর্বাদে পুষ্পাঞ্জলি দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় জানান, এবছর নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের জন্য ইতিমধ্যে প্রশাসনের সাথে দুইদফা সভা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, পূজামন্ডপ গুলোতে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে পূজা উদযাপন কমিটিগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবকরা থাকবেন। পূজা শেষে প্রশাসনের নির্দেশনা অনুসারে প্রতিমা বিসর্জন হবে । 

এদিকে, চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গতকাল শুক্রবার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে, গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক নিজ কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সাথে যৌথভাবে কাজ করছে পুলিশ। 

তিনি জানান, পুলিশ ও আনসারের পাশাপাশি অন্যান্য বাহিনী নিরাপত্তার কাজে যুক্ত থাকবে। এর বাইরে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা কাজ করবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
নেত্রকোণায় ধলাই নদীতে পরিচ্ছন্নতা অভিযান 
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাতীয় দলের নির্বাচক হলেন হাসিবুল
১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে
পঞ্চগড়ে চাকরি মেলায় তরুণদের উপচে পড়া ভিড়
খুলনার প্রযুক্তিপ্রেমীদের স্বপ্ন দেখাচ্ছে এলিভেটপে বিটপা কনফারেন্স
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান
ভূমি খাতে একাধিক মানোন্নিত সফটওয়্যার চালু হওয়ায় সেবায় আমূল পরিবর্তন এসেছে : ভূমি সচিব
ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ
১০