দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় জামায়াতের মতবিনিময়। ছবি : বাসস

ভোলা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট ও সু-শৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জেলার ২৭ টি মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মো. জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- আসন্ন নির্বাচনে ভোলা সদর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আমির অধ্যাপক মো. কামাল হোসাইন, পৌর আমির মো. জামাল উদ্দিন ও নায়েবে আমির মো. রুহুল আমিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এসেছে। শারদীয় দুর্গোৎসব দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তারা আরও বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় ভোলা সদরের ২৭ টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন, অশোক চন্দ্র ঘোষ, ডাক্তার নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবু প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি : নৌ পরিবহন উপদেষ্টা
বিল ও জলাশয় সংরক্ষণ গণশুনানী হবে : পরিবেশ উপদেষ্টা
আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নওগাঁয় বিএনপি’র  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ
শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা 
নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার বাংলাদেশের জেসি
শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের
দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তারে ড. শমসের আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে: স্মরণ সভায় বক্তারা
ভোলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
১০