ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭
আজ ঝিনাইদহে জামায়াতের সুধী সমাবেশ। ছবি : বাসস

ঝিনাইদহ, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আজ শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া আঞ্চলিক টিমের সদস্য ড.আলমগীর বিশ্বাস।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম ও শাহ মো. শাহাদাত হোসেন।

সমাবেশে অংশ নেওয়া জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

এসময় তারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এ জন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান
ল্যুভরে চুরি : আরও ২ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন ইউক্রেনের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
১০