পঞ্চগড়ে চাকরি মেলায় তরুণদের উপচে পড়া ভিড়

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১
আজ শনিবার পঞ্চগড়ে চাকরি মেলায় তরুণদের উপচে পড়া ভিড়। ছবি : বাসস

পঞ্চগড়, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার এই মেলা আয়োজন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানের খোলা মাঠে মেলার বিভিন্ন স্টলে প্রায় ৮টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

সকালে হলরুমে অনুষ্ঠিত মেলার উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস।

পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আবু হিরন, এসেট প্রকল্পের কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ।

সকাল থেকেই মেলায় তরুণদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় চাকরি দাতা প্রতিষ্ঠানের স্টলে গিয়ে তরুণরা তাদের নিজেদের বায়োডাটা জমা দিয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্প মেলা আয়োজনে সহযোগিতা করেছে।

গত কয়েক বছর ধরে চাকরি মেলা আয়োজন করে আসছে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। প্রত্যন্ত এলাকার অনেক চাকরি প্রত্যাশীর মেলায় অংশগ্রহণে তাদের তথ্যভিত্তিক অভিজ্ঞতাও বাড়ছে।

জানা গেছে, প্রায় দেড় সহস্রাধিক বায়োডাটা জমা পড়েছে। এতে অন্তত ২ শতাধিক তরুণ তাদের পছন্দের চাকরি পাবে বলে আশা করছেন আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজকরা জানান, মেলায় অংশ নেওয়া চাকরি দাতা প্রতিষ্ঠানগুলো বায়োডাটা বিশ্লেষণ করবে। পরে চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যাদের দক্ষতা ভালো, তাদের ওই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে মাঝারি ধরনের ভারী বর্ষণের শঙ্কা
নেত্রকোণায় ভারতীয় কম্বলসহ পাচারকারী আটক  
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
খুলনায় এপিবিএনের পরিচ্ছন্নতা অভিযান
ল্যুভরে চুরি : আরও ২ সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে বিশেষ বাহিনী মোতায়েন ইউক্রেনের
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
কলাপাড়ায় কৃষক বাজারে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 
লেবাননের দক্ষিণে ইসরাইলি হামলায় ৪ জন নিহত
১০