বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সভা 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১
বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সঙ্গে সমন্বয় সভা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।  

রোববার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাসরীন জাহান।

এ সময় যাত্রীসেবার মানোন্নয়নে আচরণগত পরিবর্তনসহ সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি। পাশপাশি আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেন।

এছাড়া মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন নাসরীন জাহান।

উন্মুক্ত আলোচনায় বিভাগীয় কমিশনাররা সম্ভাব্য পর্যটন স্পট চিহ্নিতকরণ, খাস জমি দখলমুক্ত রাখা, পর্যটন এলাকায় টোব্যাকো-ফ্রি গাইডলাইন বাস্তবায়ন, টাঙ্গুয়ার হাওরে বর্জ্য ব্যবস্থাপনা, বরগুনার হরিণঘাটায় পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ড. সাফিকুর রহমান, আট বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
১০