রংপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বদরগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমল লোহানী সভাপতি এবং অ্যাডভোকেট গোলাম রসূল বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) বদরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন একই পদে দায়িত্ব পালনকারী মো. আব্দুল খালেক।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আনিছুর রহমান লাকু, সদস্য কাজী খয়রাত, লিটন পারভেজ ও হারুন অর রশিদ।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে বদরগঞ্জ পৌর বিএনপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের কাছে পৌর বিএনপি'র সব সদস্য এক হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন।