রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬
জেলায় রোববার মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল সরকারি কার্যালয়ের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

সভায়, পুলিশ, আনসার ও ভিডিবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য, বিদ্যুতের নির্বাহী কর্মকর্তাগণ এবং ৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন। 

এসময় তিনি শারদীয় দুর্গাপূজা উদযাপনে কোথাও কোন প্রতিবন্ধকতা আছে কিনা সে ব্যাপারে সকল দফতরের তৎপরতা বিশেষ করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অমরা সরকারের নির্দেশে প্রত্যেক মন্দিরের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছি, পূজা মণ্ডপের তত্ত্বাবধানে নিয়োজিত কর্মকর্তারা তাদের প্রয়োজনীয় বিদ্যুৎ, সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করবেন। 

তিনি জানান, আমি ইতো মধ্যেই ৫ উপজেলার বিভিন্ন মন্দির এলাকা পরিদর্শন করেছি এবং প্রতিটা মন্দিরে সিসি ক্যামেরা এবং জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা নিতে বলেছি। তিনি কর্মকর্তাগনের অনতি বিলম্বে এ সকল ব্যবস্থা জরুরি ভিত্তিতে গ্রহণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক সংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল, এনএসআই উপপরিচালক সাইফুল ইসলাম, আনসার ভিডিপি উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকার প্রমুখ।

এ সমন্বয় কমিটির সভায় ৭০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
১০