মাগুরায় মণ্ডপে মণ্ডপে পূর্বপুরুষদের স্মরণে অর্পণ

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
মাগুরায় রোববার দেবী দুর্গার মহালয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় পূর্বপুরুষের স্মরণে অর্পণ আনুষ্ঠানিকতা। ছবি: বাসস

মাগুরা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আজ মহালয়া পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা মহালয়া উপলক্ষে মাগুরা নিতাই মাগুরা নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পূর্বপুরুষের স্মরণে চলছে অর্পণ।

আজ রোববার সকালে দেবী দুর্গার মহালয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় পূর্বপুরুষের স্মরণে অর্পণ আনুষ্ঠানিকতা। এ সময় ভক্তরা পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে পূর্বপুরুষের স্মরণে পুষ্প মাল্য অর্পণ করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শুভ মহালয়ার এই দিনটি দেবী দুর্গার আগমন এবং দেবী দুর্গার পূজার প্রথম আনুষ্ঠানিকতা।

মহালয়ার এই দিনে ভক্তরা মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা মায়ের আগমনী (বার্তা) মন্ত্র জপ করেন। ভক্তরা ফুল, ফল, বেলপাতা আর জল দিয়ে পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আহবান করেন।

মাগুরা নিতাই গৌড় গোপাল সেবাশ্রম ছাড়াও শহরের থানা বাবুর বটতলা নতুন বাজার স্মৃতি সংঘ পূজা মণ্ডপ, জামরুলতলা পূজা মণ্ডপ, সাত দোহা লেংটা বাবা পূজা মণ্ডপসহ জেলা উপজেলার বিভিন্ন মণ্ডপ আজ দেবী দুর্গা মায়ের মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

এই দিনে দেবী দুর্গা মাকে তার পিতৃ গৃহে আসার আহ্বান জানানো হয়। ভক্তরা তাকে পবিত্র মন্ত্র পাঠের মাধ্যমে আহবান করে থাকেন।

মাগুরা নিতাই গৌড় গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময় আনন্দ দাস বাবাজি চঞ্চল গোসাই বলেন, দেবী দুর্গা মায়ের এই মহালয়ার মাধ্যমে আগমন করানো হয়। এই পবিত্র দিনে পূর্বপুরুষের বিদেহী আত্মার শান্তি কামনায় অর্পণ বিসর্জন করা হয়।

এ বছর দেবী দুর্গা মা আসছেন হাতিতে করে আর যাবেন নৌকায় করে এতে হিন্দু ধর্ম অবলম্বীদের ভক্তরা মনে করেন মায়ের আগমন এবং প্রস্থান দুটোই শান্তির বার্তা বয়ে আনবে জগৎজুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০