জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে। 

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, পরীক্ষা চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ৯টা থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষা শুরুর তিন বা চার দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রোল বিবরণী ও ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্রে কোনো ভুল থাকলে পরীক্ষা শুরুর আগে তা সংশোধন করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না।

প্রতিজন পরীক্ষার্থীর কেন্দ্র ফি ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫২৫ টাকা (৭৫ শতাংশ) রোল বিবরণীর একটি কপিসহ পরীক্ষা শুরুর দুই থেকে তিন দিন আগে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষার পরে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের নিজেদের কলেজ বা প্রতিষ্ঠানের মাধ্যমে এ-সংক্রান্ত সময়সূচি জেনে নিতে হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত আরেক চিঠিতে বলা হয়, ২০২০ সালের গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার কেন্দ্র হিসেবে মোহাম্মদপুরের নুরজাহান রোডে অবস্থিত ঢাকা স্টেট কলেজকে নির্ধারণ করা হয়েছে। এর আওতায় থাকবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (ঢাকা)। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ এবং সুপারভাইজিং অফিসার থাকবেন ঢাকা জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০