মাদারীপুর, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ডাসার উপজেলায় আজ মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে ঢাকা- বরিশাল মহাসড়কে ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার মেয়েকে নিয়ে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে ইজিবাইক যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিঁটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে নাসিমা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।