দেশের যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত : আফরোজা আব্বাস

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস রোববার জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন। ছবি : বাসস

টাঙ্গাইল, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আজ জেলা মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে মহিলা দল।

তিনি আরো বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছি। কতিপয় রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলে মাঠে নামছে। এটা তাদের দ্বিচারিতা।

জেলা মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোর সদর হাসপাতালে সেবার পরিধি বেড়েছে, বাড়ছে রাজস্বও
শীতের সবজি চাষে ব্যস্ত চুয়াডাঙ্গার কৃষক
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
খুলনায় দুর্ঘটনা ও যানজট রোধে কেএমপির সচেতনতা সমাবেশ
ঘূর্ণীঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে ৫০ জনের মৃত্যু
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ১০ দিনব্যাপী কর্মসূচি
সিইউএফএল কারখানায় সার উৎপাদন শুরু
আবারও জামায়াতের আমির নির্বাচিত ডা. শফিকুর রহমান
বান্দরবানে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন
খুলনায় মাদকসহ যুবক গ্রেপ্তার
১০