ঢাবিতে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার 

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক  এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে কলা ভবনে ঢাবি’র আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন- ঢাবি’র কলা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন- ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদি আলীজাদেহ মুসাভী। সেমিনারে আলোচক ছিলেন ঢাবি’র দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী। 

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাবি’র বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সায়েম।

ঢাবি’র বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি মো. মোস্তফার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- ঢাবি’র আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম। এ ধর্মই প্রথম মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং সভ্যতা বিনির্মাণে ভূমিকা রেখেছে।তারা বলেন, ইসলামি সভ্যতা বলতে শুধু এটা নয় যে আমি নামাজ পড়ি কিংবা রোজা রাখি। বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনের সর্বত্র ইসলামি ধারায় জীবন যাপন করাই ইসলামি সভ্যতার প্রথম কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০