ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মো. সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, মো. সাইদুল করিম মিন্টু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৪ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তার সম্পদ বিবরণীতে ৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার স্বামী মিন্টুকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন শুরু
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট
পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১০