রাউজানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দুটি দেশীয় অস্ত্রসহ মো. ওসমান (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী শাহ আলম পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আজ চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, বৃহস্পতিবার ভোরে নোয়াপাড়ার পলোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ওসমান নোয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের দুদু মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে অস্ত্রসহ ওসমানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যমতে তার নিজ বাসা ও একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দেশে তৈরি ২টি এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওসমান ও তার সহযোগী শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০