রাউজানে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দুটি দেশীয় অস্ত্রসহ মো. ওসমান (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী শাহ আলম পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আজ চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, বৃহস্পতিবার ভোরে নোয়াপাড়ার পলোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ওসমান নোয়াপাড়া ৫ নম্বর ওয়ার্ডের দুদু মিয়ার ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে অস্ত্রসহ ওসমানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেওয়া তথ্যমতে তার নিজ বাসা ও একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দেশে তৈরি ২টি এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওসমান ও তার সহযোগী শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন শুরু
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট
পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১০