পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার করতে হবে : কুসুম দেওয়ান

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৮
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান -ছবি -সংগৃহীত

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশের আওতাধীন পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, দুর্গাপূজায় আন্তরিকভাবে কাজ করতে হবে এবং নৌ পুলিশের এখতিয়ারভুক্ত পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করতে হবে।

তিনি আজ ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌ পুলিশের জুলাই ও আগস্ট ২০২৫ মাসের ‘অপরাধ পর্যালোচনা ও কল্যাণ’ সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন।

তিনি বলেন, নদীপথে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বাহিনীর সবাইকে সতর্ক থাকতে হবে। অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অবৈধ জাল উদ্ধারের প্রক্রিয়া আরও জোরদার করার তাগিদ দেন তিনি।

সভায় নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিগণ, পুলিশ সুপারগণ এবং নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারসহ সকল পর্যায়ের পুলিশ সদস্য সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সভার শুরুতে নৌ পুলিশের ১১টি অঞ্চলের নৌ অধিক্ষেত্রে বিভিন্ন ঘটনায় দায়ের করা তদন্তাধীন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যায়ক্রমে নৌ পুলিশের অপারেশনাল কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

গত দুই মাসে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনসহ উল্লেখযোগ্য কার্যক্রমের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন শুরু
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট
পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১০