শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি: শেখ বশিরউদ্দীন

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২
বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন কথা বলেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল চালুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কারণ সরকার একটি অপারেটর চুক্তি সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য অপারেটরের সঙ্গে একটি  চুক্তি স্বাক্ষর করতে হবে এবং প্রস্তুতির জন্য অপারেটরের কয়েক মাস সময় লাগবে।

তৃতীয় টার্মিনালের ব্যবস্থাপনা চুক্তির জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চলছে কি না এমন প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন পর্যটন সচিব নাসরীন জাহান বলেন, তাদের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। আলোচনা এখনও শেষ হয়নি।

তৃতীয় টার্মিনালটিকে একটি যুগান্তকারী অবকাঠামো প্রকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্রে রূপান্তরিত করবে।

জাপানের সহায়তায় ২১ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক টার্মিনালটি বছরে দুই কোটি যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে বোর্ডিং ব্রিজ, স্বয়ংক্রিয় ব্যাগেজ হ্যান্ডলিং ও  যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা রয়েছে।

ভৌত নির্মাণকাজ বেশিরভা সম্পন্ন হলেও কর্মকর্তারা বলেন, বিশ্বমানের পরিষেবা মান, ডিজিটালাইজড অপারেশন এবং সুরক্ষা সম্মতি নিশ্চিত করতে একটি অভিজ্ঞ আন্তর্জাতিক অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করা প্রয়োজন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আত্মবিশ্বাস প্রকাশ করেছে, একবার অপারেশনাল সমস্যা সমাধান হয়ে গেলে নতুন টার্মিনালটি যাত্রীদের যানজট উল্লেখযোগ্যভাবে কমাবে, বিশ্বব্যাপী যোগাযোগ বৃদ্ধি করবে এবং দেশের বিমান চলাচল খাতে একটি নতুন যুগের সূচনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০