খুলনা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে।
তথ্য অধিদপ্তর খুলনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই উদযাপন শুরু হবে।
মুজগুন্নি শিশু উন্নয়ন কেন্দ্রে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় শুধু শিশু একাডেমি পরিচালিত কেন্দ্রগুলোর শিশুদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পরদিন ৮ অক্টোবর শিশু একাডেমি অফিসে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি সাধারণ নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হবে।
৯ অক্টোবর বিকেল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ১১ অক্টোবর বিকেল ৩টায় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন কবিতা আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর সকাল ১০টায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে 'শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে শিশু সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যতের দায়িত্ব সম্পর্কেও আলোচনা করা হবে।
জেলা শিশু একাডেমি কার্যালয়ে ১৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে সপ্তাহব্যাপী এই আয়োজন।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিশুদের প্রতিযোগিতা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
শিশু একাডেমির পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্ট পেপার দেওয়া হবে, তবে অন্যান্য সরঞ্জাম প্রতিযোগীদের নিয়ে আসতে হবে।