বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৩
ছবি: বিএনপি মিডিয়া সেল

বগুড়া, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বগুড়া সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ আজ বৃহস্পতিবার প্রতিবন্ধী, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ৬ ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় এসব রোগীদের চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।

কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাইরেও অসহায় মানুষের পাশে রয়েছেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনের মাধ্যমে সারাদেশে দরিদ্র, অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে সহায়তার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জিয়া পরিবারের কল্যাণ কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

এ সময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, অ্যাডভোকেট কামাল হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাকসু নির্বাচন শুরু
রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৪
পেরুতে বিক্ষোভ সমাবেশে সংঘর্ষে আহত অন্তত ৭৫: প্রেসিডেন্ট
পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু
এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল 
দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
শতভাগ পাস ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১০