ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয় যায়নি।