আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর : কর্মসূচি গ্রহণ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২ আপডেট: : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আগামী রোববার ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে,  ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছরের মতো এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে।

এ উপলক্ষ্যে তথ্য কমিশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কর্মসূচীর মধ্যে রয়েছে-কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনা সভা।

এছাড়া দিবসটির প্রতিপাদ্য অনুসরণ করে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রচার, জনগণের তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল এডভারটাইজিং বোর্ডে প্রচার, ওয়েবসাইটে দিবস উদযাপনের ফেস্টুন প্রচার ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ এর ইউনেস্কোর থিম: ‘এনসিউরিং এক্সেস টু এনভায়রনমেন্টাল ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এইজ’ এবং বাংলা প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় তথ্য কমিশন বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। 
আজ এক তথ্যবিবরণীতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় দিবসটির প্রতিপাদ্য-‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’-বার্তাটি আজ ও আগামীকাল স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরের পীরগাছায় গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
১০