আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২৮ সেপ্টেম্বর : কর্মসূচি গ্রহণ

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২ আপডেট: : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আগামী রোববার ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে,  ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।

তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছরের মতো এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হবে।

এ উপলক্ষ্যে তথ্য কমিশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। 

এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কর্মসূচীর মধ্যে রয়েছে-কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনা সভা।

এছাড়া দিবসটির প্রতিপাদ্য অনুসরণ করে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রচার, জনগণের তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল এডভারটাইজিং বোর্ডে প্রচার, ওয়েবসাইটে দিবস উদযাপনের ফেস্টুন প্রচার ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ এর ইউনেস্কোর থিম: ‘এনসিউরিং এক্সেস টু এনভায়রনমেন্টাল ইনফরমেশন ইন দ্য ডিজিটাল এইজ’ এবং বাংলা প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় তথ্য কমিশন বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। 
আজ এক তথ্যবিবরণীতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় দিবসটির প্রতিপাদ্য-‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’-বার্তাটি আজ ও আগামীকাল স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০