রংপুরে পিকআপে ট্রাকের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭

রংপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর নগরীর দমদমা এলাকায় পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মা ও ছোলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।  

শুক্রবার ভোর রাত ৪টার দিকে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রংপুরের পীরগাছার বাসিন্দা মো. মোতালেবের স্ত্রী শাহীনা বেগম (২৮) ও তাদের এক বছরের সন্তান মো. ওয়ালিদ। এছাড়া নিহত হয়েছেন পিকআপের হেলপার মো. আরিফ।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন পীরগাছার বাসিন্দা মো. মোতালেব। রংপুরে দমদমা এলাকায় এসে ইউটার্ন নেওয়ার সময় বালুবাহী একটি ট্রাক পিকআপকে সজোরে ধাক্কা দিলে শাহীনা বেগম, ওয়ালিদ, ও পিকআপের হেলপার আরিফ নিহত হন। 

পুলিশ আরও জানায়, মোতালেব ও পিকআপের চালকসহ অন্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ট্রাকের চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

তথ্য নিশ্চিত করে  রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান বলেন, মরদহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাতক্ষীরার ছাত্রদল নেতা সাজিদ আর নেই
আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক-ই-আজম
বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে লাকসাম বিএনপি
নড়াইলে প্রতিমায় শেষ তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৯ জন হাসপাতালে ভর্তি
পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় বার্সেলোনার
ফ্যাসিবাদ পতনে নেতৃত্বদানকারী তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে : গোলাম পরওয়ার
পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টা
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
১০