পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০
পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা সদরে দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। 

জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত -এর সঞ্চালনায় এ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম-সম্পাদক সাঈদ খান, জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর আহ্বায়ক অশোক কুমার শিকদার, শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা. অরবিন্দ রায়সহ জেলার বিভিন্ন পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০