পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০
পিরোজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

পিরোজপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা সদরে দলীয় কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। 

জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত -এর সঞ্চালনায় এ সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কালের কণ্ঠের যুগ্ম-সম্পাদক সাঈদ খান, জেলা কৃষক দলের সভাপতি নাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর আহ্বায়ক অশোক কুমার শিকদার, শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক সুপতি হালদার চঞ্চল, জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডা. অরবিন্দ রায়সহ জেলার বিভিন্ন পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরের পীরগাছায় গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
১০