কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে লাকসাম উপজেলা বিএনপি।
আজ শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ পরিদর্শন ও উপস্থিত ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন মো. আবুল কালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও গোবিন্দপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
আবুল কালাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।