হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩
ছবি : বাসস

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)-এর স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে হ্যাক দ্য এআই পাওয়ার্ড বাই স্মাইথ ওএস-এর গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউথপ্রমিথিউস দল।

গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও গ্রিন ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব (জিইউসিসি) যৌথভাবে এই প্রতিযোগিতার  আয়োজন করে।

চার দিনব্যাপী (২২-২৫ সেপ্টেম্বর) এই জাতীয় হ্যাকাথনে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতায় ৬০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ২৪২টি দল নিবন্ধন করে।

প্রাথমিক বাছাই শেষে ৫০টি দল ফাইনাল রাউন্ডে ওঠে যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল - ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আইইউটি, জাস্ট, শাবিপ্রবি, কুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি, ডিআইইউ, গ্রিন ইউনিভার্সিটি প্রভৃতি।

২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে অংশগ্রহণকারীরা টানা ৮ ঘণ্টা ধরে তাদের উদ্ভাবনী চিন্তা, কোডিং দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা উপস্থাপন করে। এর মধ্যে শীর্ষ ১০ দল সরাসরি প্রেজেন্টেশনের সুযোগ পায়, যেখানে তাদের কাজ মূল্যায়ন করেন একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও স্মাইথ ওএস-এর বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউথপ্রমিথিউস দল।

প্রথম রানারআপ হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তপন্থিক দল এবং দ্বিতীয় রানারআপ হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  জিঞ্জার দল।

বিজয়ীরা নগদ ৬০০ মার্কিন ডলার পুরস্কারের পাশাপাশি স্মাইথ ওএস-এর সঙ্গে ৭০০+ ডলারের রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পাবে।

সমাপনী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর নেতৃত্ব বিকাশে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি তুলে ধরেন। আয়োজক সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবিব অংশগ্রহণকারী, বিচারক, অতিথি ও অংশীদারদের ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
দুর্নীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন : ডোনার
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে
নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০