গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
প্রতীকী ছবি

গোপালগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৫২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে ১০ টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামে ভিমরুলের কামড়ের শিকার হন সতীন ওঝা। পরে বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত সতীন ওঝা জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কার করছিলেন সতীন ওঝা। সকাল আনুমানিক ১০ টার দিকে কলা বাগান পরিস্কার করার সময় ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পর তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সতীন ওঝা মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান ভিমরুলের কামড়ে সতীন ওঝা নামের একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সতীন ওঝা’র মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রংপুরের পীরগাছায় গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল
বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
১০