গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু

বাসস
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৩
প্রতীকী ছবি

গোপালগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় আজ ভিমরুলের কামড়ে সতীন ওঝা (৫২) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে ১০ টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামে ভিমরুলের কামড়ের শিকার হন সতীন ওঝা। পরে বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত সতীন ওঝা জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট গ্রামের গৌরাঙ্গ ওঝার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকালে বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিস্কার করছিলেন সতীন ওঝা। সকাল আনুমানিক ১০ টার দিকে কলা বাগান পরিস্কার করার সময় ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ সময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ভিমরুলের কামড়ে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। পর তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে সতীন ওঝা মারা যান।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর আহমেদ জামান ভিমরুলের কামড়ে সতীন ওঝা নামের একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সতীন ওঝা’র মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
হবিগঞ্জে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় জিরা বোঝাই ট্রাক আটক
যশোরে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
দুর্নীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিরাই মনোনয়ন পাবেন : ডোনার
দুর্গাপূজায় নিরাপত্তার জন্য সারাদেশে র‌্যাবের ২৮১টি টহল দল মোতায়েন থাকবে
নৌ বাহিনীর ব্যবস্থাপনায় সুইমিং ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০