পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে প্রতীকী ম্যারাথন 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬
আজ রাঙামাটিতে পর্যটন দিবস উদযাপিত হয়েছে । ছবি : বাসস

রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতীকী ম্যারাথন দৌড়, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দিনের শুরুতেই রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স থেকে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এ দৌড় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। স্থানীয় তরুণ, যুবা, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ম্যারাথনে অংশ নেন। একই সময় রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। 

পরে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতুল প্রসাদ চাকমা। জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব রাঙামাটির সভাপতি বাদশা ফয়সাল ও রাঙামাটি বেতারের উপস্থাপিকা চৈতি ঘোষ।   

এ সময় অন্যান্যের মধ্যে  রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মো. জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, টুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা, প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নাইপ্রু মারমা, বৈশালী চাকমা উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। আলোচনা সভা শেষে পর্যটন ব্যক্তিত্ব হিসেবে লেখক ইয়াছিন রানা সোহেল, সেরা রিসোর্ট হিসেবে রাঙ্গাদ্বীপ ও সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়াও সম্প্রতি শেষ হওয়া মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার 
ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে : ফরিদা আখতার
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল
গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশ, ১১ যুবক থানায় সোপর্দ
রোববার থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ
খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি
১০