দিনাজপুরে ছাগল ও হুইল চেয়ার বিতরণ

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০
দিনাজপুরে প্রতিবন্ধী ও অসচ্ছলদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ। ছবি: বাসস

দিনাজপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলায় প্রতিবন্ধী ও অসচ্ছলদের মাঝে ২০টি ছাগল ও ১০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রতিবন্ধী উন্নয়ন কার্যক্রমে, অনন্যা সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ও অসচ্ছলদের মাঝে বিনামূল্যে এই ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অনন্য সংস্থার নির্বাহী পরিচালক বিলকিস আরার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাইনুল ইসলাম ছাগল ও হুইল চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে ২০ জন অসচ্ছল পরিবারের সদস্যদের প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়। এ ছাড়া ১০ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে একটি করে উন্নত মানের হুইল চেয়ার প্রদান করা হয়। প্রতিবন্ধী ১০ জনের মধ্য ৬ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে।

অন্যান্যদের মধ্যে, বক্তব্য রাখেন অনন্যা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। অনন্যা সংস্থার নির্বাহী সদস্য সুবর্ণা মোস্তফা কামাল ও দেলোয়ারা বেগম শেফালী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অনন্যা সংস্থার হিসাব রক্ষক আক্তার বানু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০