গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষ। ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৪জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ আরও তিনজন।

আজ শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬০), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল  শেখ (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী মোতালেব মারা যান। 

তিনি জানান, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে স্ত্রী দেলোয়ারা বেগম মারা যান। ওবায়দুল শেখ ও বাকী একজন গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছেন। ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিস্তা বাঁচাতে সোচ্চার চবি শিক্ষার্থীরা
৪৯ তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাস পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল বিশ্ব পরিসংখ্যান দিবস
ভূমিসেবার মান যত উন্নত হবে, সরকারের সাফল্য তত দৃশ্যমান হবে: ভূমি উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩০১ মামলা
ফ্যাসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতা-কর্মী: বরকত উল্লাহ বুলু
ঋণ অবলোপন বিধিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা 
ওমরা পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
১০