বান্দরবান, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা শোভাযাত্রা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এ কর্মসূচীতে জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব ও এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ শোভাযাত্রায় পর্যটন ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রা শেষ করেন।
পরে মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পর্যটনকেন্দ্রে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার কমানোর পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।