বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮
বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত। ছবি: বাসস

বান্দরবান, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা শোভাযাত্রা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এ কর্মসূচীতে জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব ও এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ শোভাযাত্রায় পর্যটন ব্যবসায়ী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন জাতিগোষ্ঠী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রা শেষ করেন।

পরে মেঘলা পর্যটনকেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা পর্যটনকেন্দ্রে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিবেশ রক্ষায় প্লাস্টিক ব্যবহার কমানোর পাশাপাশি নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করেছেন তিন ইরানি
লিগ্যাল এইড-এর টোল ফ্রি ‘১৬৪৩০’ নম্বরে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জনকে আইনি সেবা প্রদান
চরফ্যাশনে পৌরসভার শতকোটি টাকার জমি উদ্ধারে অভিযান
নির্বাচনকে সামনে রেখে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি
ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বারের
পর্যটনের লক্ষ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আনন্দেরও উপলক্ষ: বশিরউদ্দীন
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
জুমের সোনালি ধানে ঘরে ঘরে খুশির বন্যা 
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে র‌্যালি ও আলোচনা সভা
সিলেটের কোম্পানীগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০