এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে : পানিসম্পদ উপদেষ্টা 

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ পান্থপথে নদী ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে, জনগণ ঐক্যবদ্ধ হলে এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে।

আজ বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি আরো বলেন, বাংলাদেশের নদী নিয়ে নানা মতানৈক্য রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় নদী কর্মীসহ সকলের সহযোগিতায় নদীর তালিকা করা হয়েছে। বর্তমানে দেশে ১৪১৫টি নদী রয়েছে। সুন্দরবন এবং পাহাড়ি এলাকার নদী নিয়ে গবেষণা করবে যৌথ নদী কমিশন। যে সকল নদী বাদ পড়েছে সেগুলো যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এসময় তিনি বলেন, নদী আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে। আমাদের নিজের স্বার্থে নদী রক্ষা করতে হবে। কিছু নদী আছে সংকটাপন্ন, কিছু আছে আন্ত:সীমান্ত নদী। তিস্তা এবং গঙ্গা নিয়ে বৃহৎ পরিকল্পনার দিকে এগুচ্ছে সরকার। 

সৈয়দা রিজওয়ানা বলেন, সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ, সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে। তিনি বলেন, সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই, প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে।  

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।

এবছর ৩টি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছে গবেষণায় হালদা রিচার্স ল্যাবের প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া, সাংবাদিকতায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, সংগঠন ক্যাটাগরিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘ ইসরাইলি বসতি স্থাপনের সাথে যুক্ত ১৫৮টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে
গ্রিসে ট্রেন দুর্ঘটনায় অনশনকারীর হৃদয় কেড়েছে
যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করেছেন তিন ইরানি
লিগ্যাল এইড-এর টোল ফ্রি ‘১৬৪৩০’ নম্বরে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জনকে আইনি সেবা প্রদান
চরফ্যাশনে পৌরসভার শতকোটি টাকার জমি উদ্ধারে অভিযান
নির্বাচনকে সামনে রেখে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে : সিইসি
ই-রিটার্ন ব্যবহারের মাধ্যমে আয়কর প্রদানে এগিয়ে আসার আহ্বান ঢাকা চেম্বারের
পর্যটনের লক্ষ্য শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, আনন্দেরও উপলক্ষ: বশিরউদ্দীন
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
জুমের সোনালি ধানে ঘরে ঘরে খুশির বন্যা 
১০