সিলেট, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আজ নগরীতে পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, পর্যটন সংশ্লিষ্ট কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।
সকাল সাড়ে সাতটায় নগরীর কিনব্রিজে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি নগরের সারদা হলে গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার ধারণ করেন, যাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং পর্যটনের গুরুত্ব তুলে ধরা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এতে বক্তারা বলেন, সিলেট দেশের অন্যতম পর্যটন নগরী হলেও পর্যটন ক্ষেত্র এখনও পর্যাপ্তভাবে বিকশিত হয়নি। পর্যটনের উন্নয়নের জন্য প্রয়োজন পরিকল্পিত প্রচেষ্টা, পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ পরিবেশ।